হোম খেলাধুলা কোহলি কেন টেস্ট অধিনায়ক নন, প্রশ্ন সাবেক ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক:

দুই বছর আগে টেস্টের নেতৃত্ব থেকে নিজেকে সরিয়ে নেন বিরাট কোহলি। বর্তমানে সেই দায়িত্ব পালন করছেন রোহিত শর্মা। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ান টেস্টে হারায় রোহিতের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় সাবেক ক্রিকেটার সুব্রমনিয়াম বদ্রিনাথ। সেইসঙ্গে কোহলিকে কেন টেস্ট অধিনায়ক করা হবে না? এমন প্রশ্নও তুলেছেন। খবর এনডিটিভি।

গত ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলা সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ভারতকে পাত্তাই দেয়নি দক্ষিণ আফ্রিকা। রোহিতদের ইনিংস ও ৩২ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।

এই ম্যাচের পরে নিজের ইউটিউব চ্যানেলে সুব্রমনিয়াম বদ্রিনাথ বলেছেন, ‘ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে কোহলির দারুণ রেকর্ড রয়েছে। ৫২ এর ওপরে গড় নিয়ে তিনি ৫ হাজারের বেশি রান করেছেন। তার নেতৃত্বে ৬৮ টেস্টের ৪০টিতে জয় ও ১৭টিতে হেরেছে ভারত। এছাড়া অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত জয় উপহার দিয়েছেন তিনি। গ্রায়েম স্মিথ, রিকি পন্টিং এবং স্টিভ ওয়ায়ের পরে তিনিই সবচেয়ে বেশি টেস্টজয়ী অধিনায়ক।’

সুব্রমনিয়াম আরও বলেছেন, ‘কেন তাকে টেস্ট দলের অধিনায়ক করা হবে না? আমি এই যৌক্তিক প্রশ্নটি করতে চাই। তিনি সবচেয়ে ভালো টেস্ট ব্যাটার। জানি বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে কোনো তুলনা চলে না। তবে টেস্টের জন্য কোহলি একজন বড় খেলোয়াড়। তিনি সব জায়গাতে রান করতে পারেন।’

এছাড়াও ওপেনিং নিয়েও কথা বলেছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। তিনি বলেছেন, ‘দেশের বাইরে রোহিত ওপেনার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেননি। তাহলে কেন তাকে সেখানে রাখা হবে?’

সেঞ্চুরিয়ান টেস্টে প্রথম ইনিংসে ৩৮ ও দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করেন কোহলি। যেখানে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৫ রান করেন রোহিত। এই বিষয় তুলে ধরে কোহলিকে সময়ের প্রয়োজনে ওপেনিংয়েও দেখতে চান সুব্রমনিয়াম। এ দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেইপ টাউন টেস্ট খেলা হবে না বিরাট কোহলির। ইনজুরির কারণে তাকে এই টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। ম্যাচটি শুরু হবে আগামী ৩ জানুয়ারি থেকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন