হোম খেলাধুলা কোহলির ব্যাট কেনা যাবে ২ লাখ ৩০ হাজার টাকায়

কোহলির ব্যাট কেনা যাবে ২ লাখ ৩০ হাজার টাকায়

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
ব্যাট হাতে সময়টা ভালো না কাটলেও সময়ের সেরা ব্যাটারদের তালিকায় বিরাট কোহলিকে রাখতেই হবে। দীর্ঘ ক্যারিয়ারে ব্যাট হাতে কতশত কীর্তি আছে কোহলির তা হিসেব করে বলা কঠিন। বিশ্ব জুড়েই ফ্যানবেজ আছে কোহলির। তাকে নিয়ে সমর্থকদের মধ্যে আছে ব্যাপক কৌতূহল।

ভক্তদের বিরাট কোহলিকে নিয়ে সেই কৌতূহল কিছুটা হলেও মিটতে পারে এবার। কোহলির অটোগ্রাফ সম্বলিত একটি ব্যাট চাইলেই নিজের কাছে রাখতে পারবেন তার ভক্তরা। তবে সেটি পেতে একজন বিরাট ভক্তকে খরচ করতে হবে ২ হাজার ৯৮৫ অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।

সিডনির গ্রেগ চ্যাপেল ক্রিকেট সেন্টারে কোহলির অটোগ্রাফ সম্বলিত একটি ব্যাট বিক্রির জন্য রাখা হয়েছে। যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছে।

সম্প্রতি অস্ট্রেলিয়ান সাংবাদিক ও ইউটিউবার নরমান কোচানেক সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির সেই ব্যাট হাতে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তিনি বলেন, সিডনির গ্রেগ চ্যাপেল ক্রিকেট সেন্টারের ডিসপ্লেতে বিরাট কোহলির অটোগ্রাফ দেওয়া এমআরএফ ব্যাট রাখা আছে। এর দাম পড়বে ২ হাজার ৯৮৫ অস্ট্রেলিয়ান ডলার, ভারতের মুদ্রায় ১ লাখ ৬৪ হাজার রুপির মতো। ব্যাটটির হাতল কিছুটা ছোট, তবে ভারি। এর ওজন সম্ভবত ২.৯ আউন্সের মতো। এর সঙ্গে বোনাস হিসেবে কনটেইনার (কাভার) তো থাকছেই।

কোহলি দীর্ঘদিন ধরেই এমআরএফের ব্যাট ব্যবহার করছেন। ২০১৩ সালের অক্টোবর থেকে কোহলির ব্যাটে পৃষ্ঠপোষকতা করে আসছে ভারতের টায়ার নির্মাণকারী এই কোম্পানি। কোহলির সঙ্গে এই প্রতিষ্ঠানটির প্রথম চুক্তির মেয়াদ ছিল ২০১৭ সাল পর্যন্ত। সেই সময়ে কোহলি তার ব্যাটে এমআরএফের স্টিকার লাগিয়ে বছরে পেতেন ৬ কোটি ৫০ লাখ রুপি করে।

পরবর্তীতে ২০১৭ সালে এমআরএফের সঙ্গে চুক্তি নবায়ন করেন কোহলি। এর মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। এই ৮ বছরে কোহলি পাবেন ১০০ কোটি রুপি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন