হোম খুলনাবাগেরহাট কোস্টগার্ড পরিবার কল্যান সংঘের পক্ষ থেকে মোংলা উপকুলের দুস্থদের মাঝে গরু,ভ্যানগাড়ি ও শেলাই মেশিন বিতরন

কোস্টগার্ড পরিবার কল্যান সংঘের পক্ষ থেকে মোংলা উপকুলের দুস্থদের মাঝে গরু,ভ্যানগাড়ি ও শেলাই মেশিন বিতরন

কর্তৃক Editor
০ মন্তব্য 76 ভিউজ

জসিম উদ্দিন, বাগেরহাট:

বাংলাদেশ কোস্টগার্ড পরিকল্যান সংঘের পক্ষ থেকে উপকুলীয় এলাকার দুস্থ-অসহায় পরিবারের মাঝে গৃহপালিত পশু,ভ্যান গাড়ি শেলাই মেশিন বিতরন এবং গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে অর্থিন অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার(১০ ফেব্রয়ারী) পশ্চিজোনের মোংলা ব্যাজে বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যান সংঘের প্রেসিডেন্ট শারমিন এরশাদ এসব বিতরন করেন। পরে অসহায় ও বিধবা নারীদের জন্য কোস্টগার্ড কতৃক নকশি কাঁথা,আলপনা এবং মৃৎ শিল্প প্রশিক্ষন কাজ পরিদর্শন করেন তিনি। এসময় পশ্চিম জোনের পরিবার কল্যান সংঘের কমার্ন্ডার মুজিবুন আক্তার সহ অন্যান্যা সদস্যগন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিমজেনের পক্ষ থেকে জানানো হয়, ৭৫ টি পরিবার সুবিধা ভোগী হিসেবে এ সহায়তা পেয়েছেন। এর মধ্য ৮ টি ভ্যানগাড়ী, ৮ টি শেলাই মেশিন, বাছুরসহ একটি গরু, ১২ জন গরীব শিক্ষার্থীকে নগদ দেওয়াসহ মোট ৭৫ পরিবার কোস্টগার্ড পরিবার কল্যান সংঘের এ সুবিধা পেয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন