হোম জাতীয় কোম্পানীগঞ্জে অরক্ষিত বুথে চলছে ভোটগ্রহণ!

জাতীয় ডেস্ক :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে। কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে রামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড হোসাইনিয়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্র এবং ৩ নম্বর ওয়ার্ড মোহাম্মদিয়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে শামিয়ানা টানিয়ে ৪টি বুথে ভোটগ্রহণ চলছে। এতে হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ওই দুটি কেন্দ্রে কোনো সরকারি ভবন বা প্রতিষ্ঠান না থাকায় শামিয়ানা টানিয়ে অস্থায়ী বুথে ভোটগ্রহণ চলছে।

রামপুর ইউনিয়নের ৬ নম্বর হোসাইনিয়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রের কয়েকজন ভোটার জানান, এই ওয়ার্ডে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় কিংবা কোনো সরকারি প্রতিষ্ঠান না থাকায় স্থানীয় ফোরকানিয়া মাদ্রাসা তথা মক্তবকে ভোটকেন্দ্র করে সেখানে ভোটগ্রহণ চলছে। এই কেন্দ্রের তিনটি অস্থায়ী বুথের ভোটের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মক্তবের পাকা ভবনের জন্য জায়গাটি মাটি দিয়ে ভরাট করা হয়েছে। যেখানে শিগগির ভবনের কাজ শুরু হবে। হোসাইনিয়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহজাহান ফেরদৌস বলেন, কেন্দ্রটিতে ২ হাজার ৬৪ জন ভোটারের জন্য ৫টি বুথ স্থাপন করা হয়েছে। কিন্তু কেন্দ্রে মাত্র একটি কক্ষ থাকায় সেটিতে ৫টি বুথ স্থাপন করা সম্ভব হয়নি।

তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বাইরে শামিয়ানা টানিয়ে তিনটি বুথ করে ভোটগ্রহণ চলছে। তবে কেন্দ্রে কোনো লকার বা আলাদা কক্ষ না থাকায় ভোট গ্রহণের ব্যাটলসহ প্রয়োজনীয় সামগ্রী অনেকটা অরক্ষিত রয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আরিফুর রহমান জানান, ওই ওয়ার্ডে কোনো সরকারি প্রতিষ্ঠান নেই। তা ছাড়া পূর্ববর্তী ভোটকেন্দ্রই বহাল থাকার বিধান থাকায় এটিকে কেন্দ্র করা হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন