হোম এক্সক্লুসিভ কোমরে লুঙ্গির ভাঁজে ৭০ লাখ টাকার স্বর্ণ!

জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গার দর্শনার সুলতানপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচা‌রের সময় প্রায় এক কে‌জি স্বর্ণের বারসহ ত‌রিকুল ইসলাম (৩২) না‌মে এক পাচারকা‌রী‌কে আটক ক‌রে‌ছে বি‌জি‌বি। কোমরে লুঙ্গির ভাঁজে অভিনব কায়দায় এ স্বর্ণের বার লুকিয়ে রেখেছিলেন তিনি।

শ‌নিবার (২৪ জুন) সকালে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বি‌জি‌বি সদস্যরা অভিযান চা‌লি‌য়ে এই স্বর্ণসহ পাচারকা‌রীকে আটক করে। আটককৃত ত‌রিকুল একই থানার পারকৃষ্ণপুর গ্রা‌মের শুকুর আলীর ছে‌লে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৮/৬-আর থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাঝাডাঙ্গা পাকা রাস্তার পাশে অবস্থান করে বিজিবি সদস্যরা।

সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে একজন ব্যক্তি হেঁটে ঝাঝাডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে সীমান্তে দিকে যাচ্ছিল। এসময় বিজিবি সশস্ত্র টহল দল তাকে চ্যালেঞ্জ করলে দৌ‌ড়ে পা‌লানোর সময় তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাঁজে অভিনব কায়দায় লুকানো সাদা স্কচটেপে মোড়ানো ছোট বড় ১১টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ৮১৬ গ্রাম। আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। এছাড়া ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয় তার কাছ থেকে।

এ ঘটনায় নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন। আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন