আন্তর্জাতিক ডেস্ক :
ব্রিটেনের ব্র্যাডফোর্ড রয়্যাল ইনফারমারির (বিআরআই) চিকিৎসক ডা. জন রাইট কোভিড-১৯ এর চিকিৎসায় কিছু পরীক্ষার কথা বর্ণনা করেছেন। যেখানে তিনি আশা প্রকাশ করেছেন যে, তিনটি আলাদা ধরনের ওষুধের একটি সংমিশ্রণ রোগটির চিকিৎসায় কার্যকর হতে পারে।
তিনি তার অভিজ্ঞতার বর্ণনায় বলেন, বিআরআইতে আমরা কোভিড-১৯ এর চিকিৎসার জন্য মোট আটটি পরীক্ষা পরিচালনা করছি। আন্তর্জাতিক বিশাল পদক্ষেপের একটি অংশ আমরা। মনে হচ্ছে যে বিশ্ব বিজ্ঞানের সম্পূর্ণ মনোযোগ একটি একক লেজার রশ্মির মাধ্যমে একটি অদৃশ্য প্রায় ভাইরাসের ওপর দেয়া হয়েছে।
করোনাভাইরাসের চিকিৎসায় বিশ্বে যতগুলো পরীক্ষা চলছে তার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষাটি হচ্ছে এখানে। পুরো দেশের প্রায় ১০ হাজার রোগী এই পরীক্ষায় অংশ নিচ্ছে যেখানে তাদের ওপর কোন না কোন চিকিৎসা পদ্ধতি বা ওষুধ প্রয়োগ করা হচ্ছে।
গত সপ্তাহে বিআরআইতে প্রথম একজন রোগীকে নির্বাচন করা হয়েছে; তার ওপর ছোট একটি পরীক্ষা চালানোর জন্য। অ্যাস্ট্রাজেনেকা নামে একটি কোম্পানির তৈরিকৃত ওষুধ নিরাপদ ও কার্যকর কিনা সেটি জানতে তার ওপর পরীক্ষা করা হবে। একে বলা হয় অ্যাকর্ড ট্রায়াল- এটি হচ্ছে বড় ধরনের পরীক্ষায় ওষুধ বাছাইয়ের জন্য ছোট পরীক্ষা বিশেষ।
আশা করা হচ্ছে- অ্যাস্ট্রাজেনেকার তৈরি এই ওষুধটি যার এখনো কোন নাম দেয়া হয়নি, সেটি হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতার কিছু জটিল প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণে আনতে সহায়ক হবে। আক্রান্ত খুব কম সংখ্যক রোগীর মধ্যে এ ধরনের উপসর্গ দেখা দেয়। এগুলো হচ্ছে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন ফুসফুস, হৃদপিণ্ড, শিরা ও ধমনী এবং কিডনির কার্যক্ষমতা বন্ধ করে দেয়া।
এই উপসর্গগুলোর নাম দেয়া হয়েছে, সাইটোকিন স্টর্ম। সাইটোকিন হচ্ছে কোষের এমন ক্ষুদ্র অংশ যা শরীরে সংক্রমণের উপস্থিতি জানান দেয়। নতুন এই ওষুধ আইএল-৩৩(ইন্টারলিউকিন-৩৩) নামে একটি সাইটোকিনকে অচল করে দেয়।