নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার ত্রাস কুখ্যাত সন্ত্রাসী ও সাবেক যুবলীগ নেতা কোপা মাসুদ জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর ছত্র ছায়ায়, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে জেলা ব্যাপী আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। তবে এ ধরণের অভিযোগকে অস্বীকার করে বলেন, কোপা মাসুদ বিএনপির কেউ না। আর আমার সাথে তো অনেক মানুষই থাকে। তার সাথে আমার কোন সম্পর্ক নেই।
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার থেকে গত ৩ আস্ট বুধবার রাতে যৌথবাহিনীর হাতে দুই সহযোগীসহ গ্রেপ্তার হন শীর্ষ সন্ত্রাসী কোপা মাসুদ। এসময় তাদের কাছ থেকে চাপাতি ও মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় চাঁদাবাজি ও অস্ত্র আইনে অর্ধ-ডজনাধিক মামলা রয়েছে। তার গ্রেপ্তারে ব্যাপক আনন্দিত হন ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নের অসংখ্য মানুষ। তার চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ট ছিল এলাকার মানুষ।
জনৈক রোজী জামানের ফেসবুক আইডি থেকে দেখা যায়, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু কোপা মাসুদকে সাথে নিয়ে কোন একটি প্রোগ্রামে যাচ্ছেন। রোজী জামান সেই ভিডিও ও যৌথবাহিনীর হাতে কোপামাসুদের গ্রেপ্তারের ছবি দিয়ে ২ দিন আগে তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন। টাইম লাইনে তিনি লেখেন, শীর্ষ সন্ত্রাসী, সাবেক যুবলীগ নেতা অর্ধ-শত মামলার আসামি কোপা মাসুদ সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিবের ছত্র ছায়ায়। সেই পোস্টের কমেন্টের জায়গায় জনৈক শেখ সেলিম লিখেন,‘‘ঘটনা স্পষ্ট সত্য, কখনো চাপা থাকে না’’। নাসিম বিল্লাহ নামের একজন লেখেন,‘‘এটা আমি কি দেখছি!’’ রোজী জামানের এই ফেসবুল লিঙ্ক বর্তমানে অসংখ্য ফেসবুক আইডিতে ভাইরাল হয়েছে।
এদিকে, গত ২৭ আগস্ট জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘‘জরুরী ঘোষণা, কিছুক্ষণ আগে আমার হোয়াটস অ্যাপ হ্যাক হয়েছে। লেনদেন সংক্রান্ত বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানাচ্ছি। ’’ এই পোস্টের পরে অনেককে নেতিবাচকমন্তব্য করতে দেখা যায়।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতা-কর্মী জানান, জেলার বিভিন্ন স্থানে তৃনমূল পর্যায়ে কমিটি গঠনে বহু আওয়ামীলীগ নেতা-কর্মীকে বিএনপিতে ঢুকানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। যা গণমাধ্যমে নিউজও হয়েছে।
এ ব্যাপরে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু জানান, কোপা মাসুদ বিএনপির কেউ না। আর আমার সাথে তো অনেক মানুষই থাকে। তার সাথে আমার কোন সম্পর্ক নেই।