অনলাইন ডেস্ক:
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটির সাবেক মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। এটা ইনক্লুসিভ নির্বাচনের জন্য অন্তরায়। সব দলের অংশগ্রহণে একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই।’
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডের জেলা ও মহানগর কার্যালয়ে জাতীয় পার্টির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় এ মন্তব্য করেন তিনি।
এসময়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যেসব হত্যাকাণ্ড ঘটেছে- এর সঙ্গে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি বা যে দলেরই জড়িত থাকুক- তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে সংলাপে ডাকলো কি ডাকলো না সেটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমরা চাই, উপদেষ্টার মুখে তাদের বক্তব্য শুনতে। বাইরে থেকে প্রেশার গ্রুপ কথা বলে, আর সেটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার চলে তাহলে এ সরকার চলবে না, মেরুদণ্ডহীন সরকার হবে।’
জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘আমাদের দাবি, সরকারের পক্ষ থেকে যে মেসেজ আসুক সেটা প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের সদস্য বা তাদের মুখপাত্র আছে তারা দেবে। আমরা ডাকলেও আছি না ডাকলেও আছি, জাতীয় পার্টিকে সংগঠিত করার চেষ্টা করছি আমরা।’
বিশেষ অতিথি জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জাতীয় পার্টিকে রংপুর বিভাগে সংগঠিত করার জন্য আজকে বিভাগীয় প্রতিনিধি সভা করেছি। ৯১ সালে রংপুর অঞ্চলের মানুষ ২২টি আসনের সবকটিতে জাতীয় পার্টির প্রার্থীকে জয়ী করে দলের প্রয়াত চেয়ারম্যান এরশাদের জীবন বাঁচিয়েছে। তাকে দুই বার পাঁচটি করে আসনে জয়ী করেছে। আমরা লক্ষ্য করছি, রংপুর বিভাগে চরম উন্নয়ন বৈষম্য করা হয়েছে। কোনো উন্নয়ন হয়নি, রাস্তাঘাট হয়নি, গ্যাস আসেনি।’
রাজনৈতিক দল নিষিদ্ধ করা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘স্বাধীনতার পর একবার জাসদকে নিষিদ্ধ করা হয়েছিল, সেটা টেকেনি। জামায়াতকে নিষিদ্ধ করেও কোনো লাভ হয়নি। দেশের জনগণ রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টি সমর্থন করে না।’