হোম জাতীয় কোটা সংস্কারে রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল

কোটা সংস্কারে রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ

জাতীয় ডেস্ক:

সরকারি চাকরিতে কোটা সংস্কারে এবং ভারতের সাথে করা সমঝোতা সই বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে ইসলামী যুব আন্দোলন। আজ শুক্রবার (১২ জুলাই) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

এ সময় কোটাব্যবস্থা সংস্কার, নৈতিকতাবিরোধী শিক্ষা কারিকুলাম সংশোধন ও দুর্নীতিবাজদের গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা। একই সাথে বিশ্বনবীকে নিয়ে কটুক্তি করা পুলিশ কর্মকর্তার শাস্তি দাবি করেন তারা।

ইসলামী যুব আন্দোলনের নেতারা বলেন, ওই পুলিশ কর্মকর্তা বিশ্বনবীকে নিয়ে কটুক্তি করে মুসলিমদের হৃদয় রক্তাক্ত করেছে। অবিলম্বে তাতে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সংগঠনটির বক্তারা আরও বলেন, জনগণের মতের বিরুদ্ধে গিয়ে ভারতকে রেল ট্রানজিট দিয়েছে সরকার। এর মাধ্যমে দেশের সার্বভৌমত্ব সংকটে পড়ার শঙ্কা রয়েছে। অবিলম্বে রেল ট্রানজিট বাতিল করে ভারতের সাথে তিস্তাসহ অমীমাংসিত সমস্যা সমাধানের আহ্বান জানায় তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন