হোম খুলনাঝিনাইদহ কোটচাঁদপুরে নিখোঁজের ১৮ ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার

কোটচাঁদপুরে নিখোঁজের ১৮ ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 77 ভিউজ

অনলাইন ডেস্ক:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রাম থেকে নিখোঁজের ১৮ ঘণ্টা পর সালমা খাতুন (৩০) নামের এক নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে গুড়পাড়া গ্রামের একটি পানবরজ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সালমা খাতুন ওই গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী।

কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ইউপি সদস্য সাফাউর রহমান জানান, সালমা বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই নিখোঁজ ছিল সে। সকালে বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি পান বরজে তার ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। গলায় ফাঁস দিয়ে হত্যার পর মুখে ঢালা হয় বিষ। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মুখে বিষ ঢালা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী তরিকুল ও তার আপন দুই ভাই নাজির ও তোরাবসহ ৫ জনকে আটক করা হয়েছে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন