অনলাইন ডেস্ক:
কে হবেন প্রফেসর ইউনূসের উত্তরসূরি? চমকপ্রদ পরামর্শ দিয়েছেন লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যোগ্য উত্তরসূরি মনে করেন তিনি।
তারেক রহমানের যোগ্যতা বোঝাতে পিনাকী ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে ভিডিওতে দুটি কারণ উল্লেখ করেছেন। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের দুইজন জনপ্রিয় ও আলোচিত রাজনৈতিক নেতার সন্তান। এই পরিবারের প্রতি জনগণের আস্থা আছে। আর দ্বিতীয় কারণ হিসেবে পিনাকী বলেছেন, তারেক রহমান তরুণ প্রজন্মের নেতা।
তিনি বলেন, বাংলাদেশের সিনিয়র এবং তরুণ দুই জেনারেশনের মধ্যে তারেক রহমানে এইজ গ্রুপ। তিনি দুই জেনারেশনকেই কানেক্ট করতে পারবেন। তারেক রহমান একজন উচুমানে সংগঠক, কঠিন সময়েও তিনি দলকে ধরে রেখেছেন। এসব পজিটিভ বৈশিষ্ট থাকার পরও পরবর্তী সরকার গঠন করে তার নেতা হলে বা পরবর্তী প্রধানমন্ত্রী হলে তারেক রহমান সফল হবেন কিনা তাতে সংশয় প্রকাশ করেন পিনাকী।
পিনাকী বলেন, তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হলে কী হতে পারে? এরইমধ্যে তার দল বেপরোয়া হয়ে উঠেছে। ৫ আগস্টের পর বিএনপি অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ আছে। তারা ভারতকে সামলাতে পারবে কিনা সে প্রশ্নও তুলছে মানুষ। জুলাই-আগস্ট বিপ্লব নিয়ে ছাত্রদের সঙ্গে-সাধারণ জনগণের সঙ্গেও বিএনপির দূরত্ব রয়েছে। বিএনপিতে তরুণ প্রজন্ম নেই, তারা তরুণদেরকে টানতে পারেনি। এছাড়া জাতীয় নেতা হিসেবে তারেক রহমান কেমন পারফর্ম করবে তা এখনো অনুমেয় নয়।
পিনাকী দাবি করছেন, দেশের জনগণের একটি বিশাল অংশ মনে করে প্রফেসর ইউনূসের সরকার আরও দীর্ঘ সময় থাকা দরকার। কারণ জনজীবনে অর্থনীতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে তিনি পরামর্শ দিয়ে বলেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটি ট্রানজিশনাল সরকার করা যেতে পারে, যা থেকে রাজনৈতিক সরকারে উত্তরণ করা যাবে।
পিনাকীর মতে, এই ট্রানজিশনাল সরকার থাকবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কাল যতদিন ছিল ততদিন। এই সরকারে থাকবে বিএনপি, জামায়াত, চরমোনাই, নুরের দল, এনসিপি, বামসহ সবাই অর্থাৎ ফ্যাসিবিরোধী সব রাজনৈতিক দল। দলগুলোর শক্তি অনুযয়ী মন্ত্রিসভা পূর্ণ হবে।
আর এই ট্রানজিশনাল সরকারের উপ প্রধান উপদেষ্টা কে হবেন সেই পরিকল্পনাও করেছেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, তারেক রহমানই হবেন উপ প্রধান উপদেষ্টা। সঙ্গে বর্তমান উপদেষ্টা পরিষদের বেস্ট উপদেষ্টারা থাকবেন। এটাই হবে সত্যিকারের জাতীয় সরকার। এই সরকার ব্যবস্থার মাধ্যমেই আবার জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব বলে মনে করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট।
এছাড়া এই প্রক্রিয়ায় রাজনৈতিক দল হিসেবে বিএনপির লাভ ক্ষতির হিসাবও তুলে ধরেন পিনাকী ভট্টাচার্য। বলেন, তারেক রহমান প্রফেসর ইউনূসের একটা মেন্টরিং পাবেন, যা তাকে ভবিষ্যতের জন্য গড়ে তুলবে। ড. ইউনূসের সব নেটওয়ের্কের সঙ্গে তারেক রহমানের ইন্ট্রোডাকশন হবে। এতে জাতি লিডারশিপের একটা ধারাবাহিকতা পাবে। এছাড়া আন্তর্জাতিক রিলেশন, প্রফেসর ইউনূসের নেটওয়ার্কের একটা ধারাবাহিকতা পাওয়া যাবে। আর এতে তারেক রহমানের ইমেজ ক্লিনআপ হবে বলে মনে করেন পিনাকী। তিনি বলেন, পৃথিবী জানবে তাকে ট্রাস্ট করতেন প্রফেসর ইউনূস। আবার তারেক রহমানকে ব্যর্থতার পুরো দায়ও নিতে হবে না। আর এতে সবাই উপকৃত হবে বলে মনে করেন পিনাকী ভট্টাচার্য