হোম অন্যান্যসারাদেশ কেশবপুৱে দুটি ব্যাঙ্ক সামাজিক দূরত্ব বজায় করতে ব্যর্থ

কেশবপুৱে দুটি ব্যাঙ্ক সামাজিক দূরত্ব বজায় করতে ব্যর্থ

কর্তৃক
০ মন্তব্য 109 ভিউজ

নিজস্ব প্রতিনিধি কেশবপুর : যশোরেরকেশবপুরের প্রাণকেন্দ্র ত্রিমোহিনী মোড়ের পাজিয়া সড়কের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও সোনালী ব্যাংক কেশবপুর শাখায় গ্রাহকদের বিড়ি থাকাই সামাজিক দূরত্ব বজায় থাকছে না । মঙ্গলবার সকাল দশটায় এই ব্যাংক দুটির সামনে গ্রাহকদের জটলা ও একে অপরকে 2 ইঞ্চি থেকে 5 ইঞ্চি ব্যবধানে সারিবদ্ধ এবং জটলা করতে দেখা গেছে । সরকারের করোনা ভাইরাস মুক্ত করতে সামাজিক দূরত্ব রাখার নির্দেশনা এবং দুটিতে মানা হচ্ছে না ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন