নিজস্ব প্রতিনিধি ,কেশবপুর
যশোরের কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক সাংবাদিক উৎপল দে’র উদ্যোগে ও প্রতিষ্ঠানের উপদেষ্টা ব্যাংক কর্মকর্তা আলাউদ্দীন খান বাবু সহযোগীতায় ঈদ উপহার সামগ্রী (খাদ্য)বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কেশবপুর পৌর শহরের ১নং ওয়ার্ডের ৫০টি পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী তুলে দেন কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক সাংবাদিক উৎপল দে। এ সময় উপস্থিত ছিলেন কৃষ্ণ মিডিয়ার পরিচালক বিশ^জিৎ দেব নাথ কৃষ্ণ,সুমন মিত্র, বিজন দাস প্রমূখ।
কেশবপুরে চারুপীঠ আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক উৎপল দে বলেন ,আমাদের চারুপীঠ পরিবারের সাধ্য অনুযায়ী মঙ্গলবার ৫০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী খাদ্য(চিনি, সেমাই, গুড়ো দুধ, বাদাম ও কিচমিচ )বিতরণ করা হয়েছে। এর আগে ৬২ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিলো। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
পূর্ববর্তী পোস্ট