হোম খুলনাযশোর কেশবপুর বিপ্রতীপের আয়োজনে বিপ্রতীপ পত্রিকা সম্প্রদান সম্পর্কে আলোচনা ও কবিতা পাঠ

কেশবপুর বিপ্রতীপের আয়োজনে বিপ্রতীপ পত্রিকা সম্প্রদান সম্পর্কে আলোচনা ও কবিতা পাঠ

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ
পরেশ দেবনাথ:
কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে “জীবন মানে যুদ্ধ, বেঁচে থাকা মানে প্রতিবাদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাঁজিয়া বিপ্রতীপের আয়োজনে বিপ্রতীপ পত্রিকা সম্প্রদান সম্পর্কে আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
শণিবার (৫ এপ্রিল-২৫) পড়ন্ত বিকেলে পাঁজিয়া বিপ্রতীপ কার্যালয়ে পাঁজিয়া বিপ্রতীপ সংগঠনের সভাপতি নয়ন বিশ্বাস-এর সভাপতিত্বে এবং সংগঠনের আজীবন সদস্য ও পাঁজিয়া আবহমান-এর পরিচালক রিয়াজ লিটন-এর সঞ্চালনায় উৎসবমুখর পরিবেশে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাগরদাঁড়ি মধুসূদন একাডেমির পরিচালক কবি খন্দকার খসরু পারভেজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সভাপতি নয়ন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর এলাকার পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, সিনিয়র সাংবাদিক কবি ইব্রাহিম রেজা, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটি সভাপতি আশুতোষ বিশ্বাস, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, কবি মকবুল মাহফুজ, পাঁজিয়া ডিগ্রি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রাবন্ধিক রুহুল আমিন, জামিরা কলেজের ভূগোল বিষয়ের সহযোগী অধ্যাপক, লেখক, কবি ও প্রাবন্ধিক  তাপস মজুমদার, দৌলতপুর বি,এল কলেজের সহযোগী অধ্যাপক ইমরান হোসেন, পাঁজিয়া পূরবী খেলাঘরের সভাপতি ও পাঁজিয়া সমাজ কল্যান সংস্থার পরিচালক বাবুরালী গোলদার, বিপ্রতীপের আজীবন সদস্য ও সমাজ কর্মী মাসুদা বেগম বিউটি, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সংগীত শিল্পী উজ্জ্বল ব্যানার্জি, কবি প্রসেনজিৎ তনু, কবি সৌহার্দ্য সিরাজ, কবি মনিরুজ্জামান, কবি মাহমুদুল হাসান, পত্রিকার প্রচ্ছদ শিল্পী সৌরভ ধর জয়, পত্রিকার সহকারী সম্পাদক প্রবীর বিশ্বাস, গ্রন্থকার ও প্রাবন্ধিক কবি আমিনূর রহমান বুলবুল, লেখক জাহান জিয়া, সরদার দীনমোহাম্মদ, সাংস্কৃতিক কর্মী হাদিউজ্জামান, কেশবপুর খেলাঘরের সহ-সাধারণ সম্পাদক এস,এম রবিউল আলম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক পল্লীকথা পত্রিকার তথ্য প্রযুক্তি ও ব্যবস্থাপনা সম্পাদক দেবব্রত ঘোষ, সাংবাদিক পরেশ দেবনাথ, চুয়াডাঙ্গা-কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি আবু হাচান সরদার, সাংস্কৃতিক কর্মী প্রবীর কুমার বিশ্বাস, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সদস্য মানব মণ্ডল, শিক্ষক মামুনুর রশীদ, শিক্ষক দীন মোহাম্মদ, দেবব্রত মণ্ডল দেবু, মনিরুজ্জামান মুন্না, হাসেম আলীসহ পঞ্চাশোর্ধ কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিনত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন