স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের সভাকক্ষে শনিবার সকালে গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মুকুন্দ মুরারী কুন্ডুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বালিকা বিদ্যালয়ের সভাপতি সাজ্জাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, মুকুন্দ মুরারী কুন্ডুর পরিবারের পক্ষ থেকে গুরুদাস কুন্ডু ও দিপংকর কুন্ডু প্রমুখ। স্মরণ সভা শেষে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে তালের চারা রোপন করা হয়।
