স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুর প্রেসক্লাবের ১৬ দলীয় কেরামবোর্ড টুর্নামেন্টের উদ্বোধন আজ শুক্রবার। খেলার উদ্বোধন করবেন প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ জামান খান। আজ ১৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছটায় খেলা শুরু হবে।
প্রথম দিনে উৎপল দে -আব্দুল মোমিন জুটির মুখোমুখি হবে আব্দুল্যা আল ফুয়াদ ও কামরুজ্জামান রাজু। ২০ তারিখ একই সময়ে খেলায় অংশ নিবেন শেখ শাহিন –শহিদুল ইসলামের সাথে আব্দুল করিম -–শুশান্ত মৌলিক জুটি।
২১ তারিখ খেলায় অংশ নিবেন জয়দেব চক্রবর্ত্তী- মশিয়ার রহমানের সাথে নুরুল ইসলাম খান ও উদয় সিংহ। ২২ তারিখ অংশ নিবেন আয়ুব খান- –স্বাধীণ আব্দুল্যাহ জুটির সাথে মতিয়ার রহমান ও সিদ্দিকুর রহমান।
প্রেসক্বের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী সকলকে যথাসময়ে খেলায় অংশ নেয়ার অনুরোধ জানিয়েছেন। খেরঅর সার্বিক তত্বাবধানে রয়েছেন প্রেসক্লাবের ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক শেখ শাহীন ।