হোম অন্যান্যসারাদেশ কেশবপুর প্রেসক্লাবের আট দলীয় কেরামবোর্ড টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ফুয়াদ-রাজু জুটি চ‌্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুর প্রেসক্লাবের আটদলীয় কেরাম বোর্ড টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় খেলার উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি আশরাফ –উজ-জামান খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী। খেলা পরিচালনা করেন ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক শেখ শাহিন। খেলায় অংশ নেন আব্দুল্যা আল ফুয়াদ -কামরুজ্জামান জুটি ও আব্দুল করিম-শুশান্ত জুটি । খেলায় আব্দুল্যা আল ফুয়াদ ২-১ পয়েন্টে আব্দুল করিম –শুশান্ত জুটিকে পরাজিত করে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন