হোম অন্যান্যসারাদেশ কেশবপুর পৌর মেয়রের ব্যাতিক্রম উদ্যোগ

স্টাফ রিপোর্টার,কেশবপুর(যশোর) :

যশোরের কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম পৌর শহরের প্রধান সড়কের দ পাশের গোলাপ ফুলের টব স্থাপনের মাধ্যমে শহরের শ্রীবৃদ্ধির উদ্যোগ নিয়েছেন।

বৃহষ্প্রতিবার দুপুরে মেয়র রফিকুল ইসলাম পৌরসভার ট্রাকযোগে শহরের প্রধান সড়কের দু পাশের্^র ফুটপাথ সংলগ্ন স্থানে এ টব স্থাপন করেন।

পৌর এলাকার ব্যবসায়ীরা ও সাধারণ মানুষ এ উদ্যোগকে সাধুবাদ জানালেন। কেশবপুর প্রেসকøাবের সামনে থেকে থানা মোড় পর্যন্ত এ উদ্যোগ নেয়ায় শ্রীবৃদ্ধি হয়েছে শহরের।

হাবিব ষ্টোরের মালিক হাবিবুর রহমান , আলফা মেডিকেলের মালিক ডাক্তার আনোয়ার হোসেন, নিউ শতরুপা ষ্টোরের মালিক রবীন্দ্র নাথ অধিকারী জানান, মেয়র রফিকুল ইসলামের এ উদ্যোগে শহরের শ্রীবৃদ্দি হবে ।

পৌরসভার মেয়র রফিকুল ইসলাম জানান, কেশবপুর পৌরসভা এলাকাকে দৃষ্টি নন্দন পৌরসভা গড়তে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রাথমিকভাবে প্রধান সড়কের দু পাশের্^ ২শ গোলাপ ফুলের টব স্থাপন করা হয়েছে, আগামিতে আরো নুতন নুতন প্রজাতির ফুলের টব স্থাপন করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন