জয়দেব চক্রবর্তী, কেশবপুর :
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস শুরু থেকে কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম সরকারের পাশাপাশি নিজস্ব অর্থায়নে পৌর এলাকার অসহায় মানুষের ত্রাণ সহায়তা দিতে তৎপর রয়েছেন। মঙ্গলবার তিনি পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের লকডাউন এ ঢাকা 35 পরিবারের মধ্যে দ্বারে দ্বারে উপস্থিত হয়ে মাছ সরবরাহ করেছেন। লকডাউন এলাকায় তিনি খাদ্য সহায়তা প্রদান করছেন । মেয়র রফিকুল ইসলাম সংকল্প কে জানান , সরকারের পাশাপাশি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা শাহীন চাকলাদার ও পৌর এলাকার বিত্তবান মানুষদের উৎসাহিত করে কর্মহীন অসহায় মানুষের মাঝে তিনি ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছেন। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে তিনি অসহায় মানুষের পাশে রয়েছেন ।
পূর্ববর্তী পোস্ট