হোম খুলনাযশোর কেশবপুর পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাঃ সম্পাদক গৌতম রায়ের মায়ের মৃত্যু

কেশবপুর পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাঃ সম্পাদক গৌতম রায়ের মায়ের মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 28 ভিউজ
পরেশ দেবনাথ:
কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাঃ সম্পাদক, করোনাকালীন সময়ে কেশবপুর উপজেলা শবদাহ্ কমিটির সভাপতি সমাজ সেবক গৌতম রায়ের মাতা সাবিত্রী রাণী রায় (৮০) বার্দ্ধক্য জনীত কারণে বৃহস্পতিবার (১০ এপ্রিল-২৫) ভোরে নিজ বাসভবন মঙ্গলকোট বাজার সংলগ্ন আলতাপোল নিজ গ্রামের মহা-শ্মশানে দাহ্ করা হয়। সাবিত্রী রাণী রায়ের ৫ ছেলে ও ২ মেয়ে। গৌতম রায়ের পিতা গোষ্ট গোপাল রায় (৮৬) তিনিও স্ত্রীর মায়ার টানে শ্মশানে এসেছিলেন। গৌতম রায়ের মাতার মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, আলতাপোল মহাশ্মশানের প্রধান পৃষ্ঠপোষক, চুকনগর আদর্শ বস্ত্রালয়ের স্বত্বাধিকারী, সমাজ সেবক জয়দেব আঢ্য,
মহা-শ্মশানে শ্রদ্ধা জানাতে এসেছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সাংবাদিক পরেশ দেবনাথ, সাংবাদিক আবুবক্কর সিদ্দিক, ভিডিও সাংবাদিক পলাশ বিশ্বাস, ৩ নং মজিদপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক রায়, আলতাপোল অন্নপূর্ণা কালী মন্দিরের সভাপতি অসীম দেবনাথ, সাবেক সভাপতি সন্তোষ দেবনাথ, কেশবপুর সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, মোঃ আবুজার, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইকবাল, শরীফা খাতুন মধু, এলাকা ইউপি সদস্য রেজানুর রহমান টিপুর, মোস্তফা কামাল, মঙ্গলকোট উনিয়ন কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান মফিজুর রহমান, কন্দর্পপুর সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরের সেবায়েত সুভাষ দাস, সবদাহ কাজের প্রধান কর্মকর্তা জয়দেব হাজরা, নন্দ আঢ্য, বিল্লাল হোসেন, মনিশঙ্কর দাঁ, সন্তোষ দাঁ, বিল্লাল হোসেনসহ শতাধিক শবদাহ যাত্রী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন