কেশবপুর (যশোর) প্রতিনিধি :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও খুলনা বিভাগীয় টীম লীডার আলহাজ্ব জামির হোসেন বলেছেন, দেশে আজ গণতন্ত্র অনুপস্থিত। গণতন্ত্র উদ্ধারে সমমনা সকল দেশ প্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের পতন নিশ্চিত করতে হবে। জণগণ আজ সিমাহীন নির্যাতন অবিচারে জর্জরিত। ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।
রোববার সকালে কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে কেশবপুর থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শৈখ তৈয়েবুর রহমান। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠণের কেন্দ্রয়ি যুগ্ম সম্পাদক ডি জেড এম হাসান বিন শ,ফিক সোহাগ ও সহ৯ সাংগঠণিক সম্পাদক এস এম গালিব ইমতিয়াজ নাহিদ।
বক্তব্য রাখেন সংগঠণের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আবু সাঈদ মো: কামরুজ্জামান জাপান, সহ সাংগঠণিক সম্পাদক রবিউল ইসলাম পলাশ, সাজেদুর রহমান পাপ্পু, বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলেরর সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বিট ও সাংগঠণিক সম্পাদক আরী হায়দার রানা। স্থাণীয় নেতাদেও ভিতর বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল নেতা তরিকুল ইসলাম, সাম,সুল আলম বুলবুল, মোঃ আল আমিন,হাফিজুর রহমান, মেহেদী হাসান, বাবুল রানা বাবু, আালমগীর হোসেন, ইমদাদুল হোসেন, বাপ্পারাজ হোসেন, শহ আলম, জাহাঙ্গীর হোসেন পলাশ, শফিকুল ইসলাম সুইট, জাকির হোসেন, সোহেল রানা,আসাদু জ্জামান প্রমুখ।
s
