পরেশ দেবনাথ:
কেশবপুর পৌর শহরের সাহাপাড়ায় খ্রিস্টান আউট রিসোর্ট সেন্টার ফাউন্ডেশন অফ বাংলাদেশ মিশনে রাজেরুং ত্রিপুরা (১৫) নামে ৯ম শ্রেণির ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ-২৫) রাতে পৌরশহরের শাহাপাড়া খ্রিস্টান মিশনের ভিতরে তার অস্বাভাবিক মৃত্যু ঘটে। নিহত ছাত্রী বান্দরবন জেলার থানচি থানার কালুপাড়া গ্রামের রমেশ ত্রিপুরার মেয়ে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার মামলা নং-১২।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, খ্রিস্টান মিশনে ৯ম শ্রেণির শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।