পরেশ দেবনাথ:
কেশবপুর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার জেলা নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল ও সাইফুল ইসলাম সজল ১০১ সদস্যের কমিটি প্রকাশ করলে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদকে সভাপতি ও প্রভাষক আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে ৯ জন যথাক্রমে রেহেনা আজাদ, মশিয়ার রহমান, মাসুদুজ্জামান মাসুদ, রেজাউল ইসলাম, হুমায়ুন কবির পলাশ, আব্দুল খালেক, মোকছেদ আলম, গোলাম মোস্তফা বাবু ও শেখ শফিকুল ইসলাম।
এ ছাড়া তিনজন যুগ্ম-সাধারণ সম্পাদক মকবুল হোসেন মুকুল, আলমগীর সিদ্দিকী ও মাসুদুজ্জামান। কোষাধ্যক্ষ রিজাউল ইসলাম, দপ্তর সম্পাদক ফারুক খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডবলু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাফর হাসান লাবলু, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা সুলতানা, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব বিষয়ক সম্পাদক মাসুদুজ্জামান মিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ মিঠু, স্বেচ্ছাসেবক সম্পাদক মাহবুবুর রহমান মল্লিক, প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রশিদ, তথ্য ও গবেষণা শহিদুর রহমান মন্টু, প্রবাসী কল্যাণ শহিদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার বিষয়ক আবু বক্কার, ত্রাণ ও পূর্নবাসন আবু নাঈম, ক্ষুদ্র ঋণ বিষয়ক নজরুল ইসলাম, মানবাধিকার বিষয়ক গিয়াস উদ্দীন, গণশিক্ষা রবিউল আলম রবি, স্থানীয় সরকার বিষয়ক মনিরুজ্জামান মিলন, ধর্ম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সাহিদুজ্জামান, তাঁতী ও মৎস্যজীবী সম্পাদক কামরুজ্জামান লিটন।
সহ-কোষাধ্যক্ষ পদে সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক ওজিয়ার রহমান, সহ-দপ্তর সম্পাদক শেখ আসাদুল্লাহ, সহ-প্রচার সম্পাদক আবু সাইদ, সহ- মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার মোল্যা, সহ-ধর্মবিষয়ক সম্পাদক শ্রী দিপকংর ঘোষ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মিসেস শাহানা, সহ-যুববিষয়ক সম্পাদক আব্দুর রউফ, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবু ইউনুস, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মাসুদুজ্জামান মিলন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শেখ ও সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলেব। এছাড়া আরও ৪৯ জনকে নির্বাহী সদস্য করে কেশবপুর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, কেশবপুর উপজেলা বিএনপির সর্বশেষ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল ২০২২ সালে। তখন থেকেই সরকার বিরোধী আন্দোলন সংগ্রামের পাশাপাশি দল গোছানোর কার্যক্রমও অব্যাহত রাখেন কেশবপুর উপজেলা বিএনপির নেতারা। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর উপজেলা বিএনপি আরও শক্তিশালী হয়ে উঠবে একই সাথে তৃণমূলের মাঝে স্বস্তি ফিরবে বলে দাবি করেন নেতাকর্মীরা।