হোম অন্যান্যসারাদেশ কেশবপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ১১ জনের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের সাত ডাক্তার ও স্বাস্থ্যকর্মী

কেশবপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ১১ জনের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের সাত ডাক্তার ও স্বাস্থ্যকর্মী

কর্তৃক
০ মন্তব্য 120 ভিউজ

কেশবপুর প্রতিনিধি :

যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বৃহস্পতিবার করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন কমপ্লেক্সের আর এম ও ডাক্তার জাহিদুর রহমান। এ নিয়ে কেশবপুর উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। যার মধ্যে কমপ্লেক্সের ৭জন ডাক্তার ও স্বাস্থ্য কর্মী রয়েছেন। একের পর এক কেশবপুরের চিকিৎসকরা আক্রান্ত হওয়ায় সাধারণ মানুষের মাঝে ভিতী দেখা দিয়েছে।

এ মুহুর্ত্বে অন্য স্থান থেকে ডাক্তার এনে এবং আবাসিক বাড়ি ভাড়া বা অডিটোরিয়ামে চিকিৎসা সেবার দাবি জানিয়েছেন সচেতন মহল। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন সাংবাদিকদের জানিয়েছেন , আক্রান্ত ডাক্তারকে স্বাস্ত্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে অন্যরা আইসোলেশনে আছেন। সাধারণ অসুস্থতা জনিত কারনেও সাধারণ মানুষ স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে সাহস করছেন না। একটি ভিতীকর পরিস্থিতির মুখোমুখি সাধারণ মানুষ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন