স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরে বুধবার বিকেলে ৫০০ জন অসহায় ব্যক্তিকে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদ সামগ্রী হিসেবে তাদেরকে সেমাই, চিনি, বাদাম, দুধ ও কিসমিস দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন শহরের ত্রিমোহিনী মোড়, হাসপাতাল মোড়, পাইলট স্কুল মোড় ও উপজেলা পরিষদ চত্বর এলাকার পথচারী এবং ভ্যানচালকদের ভেতর ঈদ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আরিফুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মনির হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম স¤পাদক উৎপল দে, ইউপি সদস্য আব্দুর রহিম প্রমুখ।