স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
যশোরের কেশবপুরে ‘৩২-এর ক্রন্দন’ নাটকটি শেখ রাসেল দিবস উপলক্ষে মঞ্চায়িত হয়েছে নাটক। মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও যশোর শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে নাটকটি ম স্থ হয়।
১৯৭১ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাকান্ডের ইতিহাস নিয়ে ‘৩২-এর ক্রন্দন’ নাটকটি তৈরি করা হয়েছে। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন কামরুল হাসান রিপন। এতে অভিনয় করেন যশোরের নাট্যকর্মীরা।
নাটকটির মঞ্চায়ন শেষে বক্তব্য দেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ জামান খান , কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, সহকারি প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) প্রবীর সরকার,কবি ও মধুসূদন গবেষক খসরু পারভেজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ম সাধারণ স¤পাদক উজ্জ্বল ব্যানার্জী, সাংগঠনিক সম্পাদক উৎপল দে প্রমুখ।
