নিজস্ব প্রতিনিধি,কেশবপুর :
যশোরের কেশবপুর উপজেলায় করোনা পজেটিভ রোগী ১২ জনের ভিতর ৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ হওয়ায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ রোগী শুণ্যতা দেখা দিয়েছে। চিকিৎসা নেয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা ।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগে চিকিৎসা সেবা নেয়া রোগীর সংখ্যা প্রতিদিন ৪শ থেকে ৩শ জন হলেও বর্তমান সময়ে রোগি উপস্থিতির সংখ্যা ৪০ /৫০ জনে সীমাবদ্ধ রয়েছে। বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ডাক্তারের সংখ্যা ২০ জন। বৃহস্পতিবার দুপুরে দেখা গেছে ,সুনসান নীরবতা বিরাজ করছে স্বাস্থ্য কমপ্লেক্স ভবন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কবলে উপজেলার ১২ জন আক্রান্তের ভিতর ৮ জন রয়েছেন ডাক্তার, নার্স, স্টাফ। সংগত কারণে রোগির সংখ্যা কম হচ্ছে। করোনা আক্রান্ত দের মধ্যে ২ জন মেডিকেল অফিসার, ২ জন উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার, ২ জন স্বাস্থ্য সহকারি , ২ জন স্বাস্থ্য সহকারি, ১জন সেবিকা ,১ জন টি এল সি এ।
আক্রান্ত ১২ জনের ভিতর ৯ জনকে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিসা চলছে। বাকি ৩ জন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। বর্তমানে তাদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ।