হোম খুলনাযশোর কেশবপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কেশবপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ
স্টাফ রিপোর্টার,কেশবপুর:
যশোরের কেশবপুরে বুধবার নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মেডিকেল ক্যাম্পসহ পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
সকালে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন বিজয়স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, সহকারী সেক্রেটারী তবিবুর রহমান, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন, মিরাজুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন