স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরে রোববার বিকেলে শহরের পৌরসভা মোড়ের আতাউর রহমান কমপ্লেক্সে সুবিধা এন্টারপ্রাইজ এন্ড এ্যাগ্রো শোরুমের উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওই শোরুমের উদ্বোধন করেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক মশিউর রহমান ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শেখ কামরুজ্জামান। দোয়া পরিচালনা করেন, মাওলানা হাবিবুল্লাল বেলালী।