হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে সাংবাদিকের মায়ের মৃত্যু প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক (২) অধ্যক্ষ এম আর মঈন উদ্দিনের মা মরিয়ম বেগম (৮১) বার্ধক্যজনিত কারণে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাত১১ টায় মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার সকালে মরহুমার নামাজে জানাজা শেষে পরচক্রা গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কেশবপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান,সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, কোষাধক্ষ্য শামসুর রহমান, সাংবাদিক শেখ শাহিনুর রহমান,শাহিনুর রহমান,আব্দুল্লাহ আল ফুয়াদসহ সাংবাদিক বৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন