স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর):
কেশবপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম মঙ্গলবার রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। কেশবপুর থানায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) কাজী দাউদ হোসেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি মোতাহার হোসাইন, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সদস্য রুহুল কুদ্দুস, দীলিপ মোদক, কবির হোসেন প্রমুখ।