হোম খুলনাযশোর কেশবপুরে সরকারী গাছ কেটে নিয়ে যাওয়ার সময় কাঠ বোঝাই গাড়িসহ চালক আটক

কেশবপুরে সরকারী গাছ কেটে নিয়ে যাওয়ার সময় কাঠ বোঝাই গাড়িসহ চালক আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 19 ভিউজ
স্টাফ রিপোর্টার:
যশোরের  কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে কপোতাক্ষ নদের  ওয়াপদার বাঁধ থেকে প্রায়এক লাখ টাকা মূল্যের রেইনট্রি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বোঝাইকৃত আলমসাধুসহ চালক সুমন হোসেন কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে। সে বিষ্ণুপুর গ্রামের মৃত আলাউদ্দিন সানার ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে কপোতাক্ষ নদের পাড় থেকে প্রায় এক লক্ষ টাকা মূল্যের রেন্টি গাছ কেটে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বোঝাইকৃত আলমসাধুসহ চালক সুমন হোসেনকে আটক করেছে চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল ইসলাম।পুলিশ চালক সুমন হোসেনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, তার আলমসাধু ভাড়া করে বিষ্ণুপুর গ্রামের নাঈম হোসেন, অহিদুজ্জামানসহ ৭/৮ জন মিলে ওয়াপদার গাছ গাড়িতে লোড করে দেয়। বোঝাইকৃত কাট নিয়ে হাসানপুরের উদ্দেশ্যে রওনা হলে চিংড়া বাজার থেকে তাকে পুলিশ আটক করে।
এ ব্যাপারে চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ কামরুল ইসলাম বলেন, সরকারি গাছ কেটে পালিয়ে যাওয়ার সময় চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে কাট বোঝাইকৃত নসিমনসহ চালক সুমন হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারের জন্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন