কেশবপুর(যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৬তম জন্মতিথি উপলক্ষে তিথি পূজা ও ভক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মজিদপুরে রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি তপন কুমার ঘোষ মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
ভক্ত সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। সম্মানিত অতিথি ছিলেন, যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ, সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী আত্মবিভানন্দজী মহারাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।
বক্তব্য রাখেন, মজিদপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক কালীপদ পাল, সারদা সংঘের আহবায়ক গীতা রাণী পাল, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পলাশ সিংহ, প্রভাষক কুন্তল বিশ্বাস।
s
