কেশবপুর (যশোর) প্রতিনিধি :
কেশবপুরে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির, ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের, উদ্যোগে দলীয় কার্যালয়ে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদের, সভাপতিত্বে ও আবু সাঈদ লাভলুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা অলোক চক্রবর্ত্তী, আল আলাল দিলু, রবিউল ইসলাম, শাহিন আলম, নাজমূল হুসাইন, কাজী আলমগীর, রাকিবুল হাসান রানা, আনোয়ারুল ইসলাম রাজু প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান। পরে পৌর যুবলীগের উদ্যোগে শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।