স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
সাংস্কৃতিক অঙ্গনে অতি পরিচিত মুখ তবলা শিল্পী স্বপন দে’র স্মরণ সভা শনিবার লোকজ একাডেমির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অন্যান্যেদের মধ্য উপস্থিত ছিলেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান, সহ সভাপতি শেখ শাহীন, “দে” পরিবারের পক্ষ থেকে উৎপল দে ও মিলন দে, লোকজ একাডেমির পরিচালক ও বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী এস এম সিরাজুল ইসলাম, ইজ্ঞিনিয়ার শফিকুল ইসলাম, সংগীত শিক্ষক মহানন্দ ভদ্র, কানাই লাল নন্দন, পাপড়ী দত্ত, মুকুল হোসেন, আবু তাসের প্রমূখ।
স্মরণ সভা পরিচালনা করেন সংগঠনের সহ সভাপতি স্যামুয়েল দাশ। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত স্বপন দের স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।
