হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে শারদীয়া দুর্গাপূজা পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেশবপুরে শারদীয়া দুর্গাপূজা পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 132 ভিউজ

খুলনা অফিস :

যশোরের কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয়া দুর্গাপূজা পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার সকালে বালিয়াডাঙ্গা দেবালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল চন্দ্র সাহার সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক গৌতম রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। আরো বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, প্রচার সম্পাদক ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন স্বপন কুমার মুখার্জী, কার্ত্তিক আড্য, হরেন্দ্রনাখ সরকার, প্রদত্ত বিশ্বাস, পরেশ চন্দ্র মন্ডল, বিশ্বনাথ হালদার, নারায়ন চন্দ্র, কার্তিক রায়, শংকর চৌধুরী প্রমুখ। সভায় করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার ৯১টি পূজা মন্ডপে দুর্গাপূজা পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন