স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২২, সাংস্কৃতিক কর্মী উৎপল দে যুগ্ম সাধারণ সম্পাদক -১ এবং শেখ শাহীন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হওয়াই লোকজ একাডেমি কেশবপুরের আয়োজনে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজ একাডেমির কার্যালয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকজ একাডেমির পরিচালক ও সংগীত শিক্ষক এম এম সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক সাহা বৈদ্যনাথ, বাউল শিল্পী মিজানুর রহমান মিজান,শিল্পী আসাদুজ্জামান আসাদ, আবু তাসের, অহিদুজ্জামান লিটন প্রমূখ। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
