হোম খুলনাযশোর কেশবপুরে রোগাক্রান্ত গরু জবাই করার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

কেশবপুরে রোগাক্রান্ত গরু জবাই করার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

পরেশ দেবনাথ:

কেশবপুরে রোগাক্রান্ত গরু জবাই করার অপরাধে হাফিজুর রহমান (৪২) নামের এক গরু ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (৪ ডিসেম্বর-২৪) দুপুরে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ। ঘটনাটি ঘটেছে উপজেলার হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি গ্রামে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুড়িহাটি গ্রামের এরশাদ মোড়লের ছেলে হাফিজুর রহমান গরুর ব্যবসা পরিচালনা করে আসছে। সে এক কৃষকের কাছ থেকে একটি রোগাক্রান্ত গরু মাত্র ৫’হাজার টাকায় ক্রয় করে জবাই করে বাজারে নিয়ে বিক্রির চেষ্টা করে।

এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গরু ব্যবসায়ী হাফিজুর রহমানকে ১০’হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দন্ডিত করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, কেশবপুর থানা পুলিশের সদস্যরা ।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ বলেন, পশু জবাই ও মাংষের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এর ২২ ধারা মোতাবেক রোগাক্রান্ত গরু জবাই করার অপরাধে ব্যবসায়ীকে ১০’হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন