স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরে শনিবার দুপুরে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক প্রয়াত তরুণ অধিকারীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্মরণ সভা, সমাধীতে পুষ্পস্তবক অর্পণ ও গণ ভোজের আয়োজন করা হয়েছে।
উপজেলা যুবলীগের উদ্যোগে সংগঠনের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলুর সঞ্চালনায় পৌর আওয়ামী লীগের কার্যালয়ে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমির হোসেন ও তপন কুমার ঘোষ মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, আওয়ামী লীগ নেতা মুনসুর রহমান, শাহাদাৎ হোসেন, শেখর রঞ্জন দাস, মাসুদুর রহমান, যুবলীগ নেতা জিয়াউর রহমান, শাহীন আলম ও অলোক চক্রবর্ত্তী।
