স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরের ভান্ডারখোলা ইসলামী ব্যাংকের শাখা অফিসের নীচ থেকে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ১৫০ সিসি একটি ব্লু রংয়ের এফজেডএস ভারসন থ্রি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। যাহার রেজিস্ট্রেশন নাম্বার যশোর-ল-১৩-২৮৪৯, ইঞ্জিন নং-জি ৩ জে ৩ ই ০৪৮৫৩২৫, চেসিস নং-এম ই আই আর জি ৪৪ বি ৮ কে ০০৫১০২৬। ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত এক ব্যক্তিকে সানাক্ত করা গেছে। এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ হয়েছে।
জানা গেছে, উপজেলার মোমিনপুর গ্রামের নাজমুচ্ছায়াদাতের ছেলে ব্যবসায়ী আবুল কালাম আজাদ ২৬ জুন বিকেলে ভান্ডারখোলা বাজারে ইসলামী ব্যাংকের শাখা অফিসে জরুরি কাজে যান। দুই ঘন্টার পর তিনি এসে দেখেন তার মটর সাইকেলটি চুরি হয়ে গেছে। তাৎক্ষনিক ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে উপজেলার ফতেপুর ঝিকরা এলাকার লিয়াকত আলী মোল্লার ছেলে হাবিবুর রহমানকে চিন্নিত করা হয়।
ভিডিওতে চুরি হয়ে যাওয়া মটর সাইকেলটি হাবিবুর রহমান চালিয়ে বের করে নিয়ে চলে যাচ্ছেন এমনটি দেখা যায়। এসময় অজ্ঞাতনামা আরো দুই ব্যক্তিকে এ কাজে সহযোগিতা করতে দেখা যায় ভিডিওতে। এঘটনায় আবুল কালাম আজাদ কেশবপুর থানায় হাবিবুর রহমানসহ দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
আবুল কালাম আজাদ বলেন, এরআগেও তার দুইটি মটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এলাকার প্রভাবশালী একটি চক্রের ছত্রছায়ায় থাকায় চুরির সাথে জড়িত ব্যক্তিরা ভিডিও ফুটেজ দেখে সনাক্ত হবার পরেও রয়েছে ধরাছোয়ার বাইরে। তার মটর সাইকেলটি উদ্ধারের জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
কেশবপুর থানার উপপরিদর্শক লিখন কুমার সরকার বলেন, মটর সাইকেল চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজে জড়িত একজনকে চেনা গেছে। মটর সাইকেল উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের আটক অভিযান অব্যহত রয়েছে।