হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে মাস্ক না পরায় ৮ ব্যক্তিকে জরিমানা

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুরে মাস্ক না পরায় সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ৮ ব্যক্তিকে ৬ হাজার ৪শ’ টাকা জরিমানা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাকালীন সময়ে মাস্ক ব্যবহার না করায় কেশবপুর শহরের ব্যবসায়ী আলতাপোল এলাকার আব্দুল মালেককে ১ হাজার, মশিয়ার রহমানকে ১ হাজার, আক্তারুজ্জামানকে ১ হাজার ও আব্দুল আহাদকে ১ হাজার, কুশলদিয়া এলাকার নয়াব আলীকে ১ হাজার, সরফাবাদ এলাকার বিল্লাল হোসেনকে ১ হাজার, নজরুল ইসলামকে ২শ’ এবং মনিরুজ্জামানকে ২শ’ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন