স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরে মাস্ক না পরায় ১১ পথচারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে ত্রিমোহিনী মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন পথচারীদেরকে মুখে মাস্ক ব্যবহার করে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করার পরর্শম দেওয়াসহ তিনি পথচারীদের মাঝে প্রায় ২ শত মাস্ক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন ।
