স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরের সন্তান মালয়েশিয়া প্রবাসী জাহিদ হাসানের (৩৮) দাফন স¤পন্ন হয়েছে। বুধবার বেলা ১১টায় নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জাহিদ হাসান গত গত ৮ জুন (বৃহ¯পতিবার) সকালে তিনি মালয়েশিয়ায় কাজ করার সময় স্ট্রোকজনিত কারণে মারা যান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নতুন মূলগ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কামাল উদ্দীনের ছেলে জাহিদ হাসান দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন। গত ৮ জুন (বৃহস্পতিবার) সকালে তিনি মালয়েশিয়ায় কাজ করার সময় স্ট্রোকজনিত কারণে মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীসহ স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। বুধবার সকালে তার মরদেহ নতুন মূলগ্রামে আনলে একনজর দেখার জন্য ছুটে আসেন হাজারও মানুষ। জাহিদ হাসানের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জাহিদ হাসান একসময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে তার সখ্যতা ছিল। জাহিদের জানাজা নামাজে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক আলাউদ্দীন আলা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী প্রমুখ।
