স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরের সাগরদত্তকাঠি আমতলা মাছের ঘের নিয়ে মহল বিশেষের চক্রান্তের প্রতিবাদে জমির মালিক কৃষকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সাগরদত্তকাঠি আমতলা মাদ্রাসা মাঠে প্রাক্তন শিক্ষক নুর মোহাম্মদের সভাপতিত্বে ও বদরুজ্জহামানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কৃষক নাজিম উদ্দিন খা,আলম গাজী, দয়াল মন্ডল,আব্বাস সরদার, নারায়ন মন্ডল,সুকুমার জোয়ার্দারসহ জমির মালিক কৃষকরা।
বক্তারা বলেন, আমতলা মাছের ঘেরটিতে ৩শ ১০ বিঘা জমি রয়েছে, যার হারি গ্রহণ করেন ১শ ৮০ জন জমির মালিক কৃষক। এ ঘেরটি কেশবপুর সদরের কামরুজ্জামান বিশ্বাস মাছের চাষ করে আসছেন। আগামি ৩০ চৈত্র এ ঘেরটির ডিডের মেয়াদ শেষ হবে। জমির মালিক দের মধ্যে ঘের কমিটির সভাপতি কিতাব্দী গোলদার ঘেরটি অন্য একজন ঘের মালিকের নিকট হস্তান্তর করার অপচেষ্টা চালান। যা বুঝতে পেওে কমিটির সিংহভাগ সদস্যসহ ২৫৩জন জমির মালিক নুতন করে বর্তমান ঘের মালিক কামরুজ্জামান বিশ্বাসের নিকট চুক্তি বদ্ধ হন। সে মোতাবেক জমির মালিক কৃষকরা হারির টাকাও বুঝে নেন এবং ঘেরটি কামরুজ্জামান বিশ্বাসের নামে আরো ৫ বছরের জন্য ডিড করে দেন।
এ ঘটনায় সভাপতি কিতাব্দী গোলদার তার ছেলে আমিনুর রহমানকে দিয়ে বিভিন্ন রকম মিথ্যা অভিযোগ করে কামরুজ্জামান বিশ্বাসকে হয়রানি করছে বলে কৃষকরা বক্তব্যে উল্লেখ করেন। জমির মালিকদের মধ্যে মাত্র ১১ জন জমির মালিক ডিডে স্বাক্ষর করেনি। এ অল্প সংখ্যক মানুষ কেশবপুরের একজন ঘের মালিকের মদদে একের পর এক প্রশাসনের বিভিন্ন দফতরে বিভ্রান্তিমূলক অভিযোগ করে চলেছে।
এ বিষয়ে ঘের মালিক কামরুজ্জামান বিশ্বাস বলেন, কৃষকরা সভা করেছেন, তারা আমাকে আগামি ৫ বছরের জন্য আমাকে পুনরায় ঘেরটি ডিড করে দিয়েছেন।