স্টাফ রিপোর্টার, কেশবপুব (যশোর)
যশোরের কেশবপুওে মাছের ঘের দখলের টেচষ্পটার ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করেছেন ঘের মালিক কামরুজ্জামান বিশ্বাস। মৎস্য ঘের দখলের চেষ্টার অভিযোগে ঘের মালিক কামরুজ্জামান ১৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
কেশবপুর পৌরসভার আলতাপোল এলাকার ব্যবসায়ী কামরুজ্জামান ২০১৮ সালে পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি বিলে ৩২৫ বিঘা জমি নিয়ে ৫ বছর মেয়াদে একটি মাছের ঘের করেন। কেশবপুর শহরের অপার ঘের মালিক কেরামত গাজী ও তার ছেলে ইয়াছিন গাজী প্রায় সময় ওই ঘের দখলের হুমকি দিত।
এরই জের ধরে গত শনিবার বিকেলে পূর্বপরিকল্পিতভাবে কেরামত গাজী ও তার ছেলে ইয়াছিন গাজীর নের্তৃত্বে কেশবপুর, সাবদিয়া আলতাপোল ও সাগরদত্তকাটি গ্রামের ১৮/২০ জন সন্ত্রাসী কামরুজ্জামানের মাছের ঘেরটি দখল করতে যায়। এসময় গ্রামবাসির বাধার মুখে ধাওয়া খেয়ে ঘেরের দখল নিতে তারা ব্যর্থ হয়ে পালিয়ে যায়। এছাড়া ঘের মালিক কামরুজ্জামান বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং- ১৮৪। অভিযুক্ত কেরামত গাজী জানান, ওই বিলে আমার কোন ঘের নেই। সেখানে আমাকে পরিকল্পিত ভাবে ঘের দখলে নেয়ার মিথ্যা অভিযোগ করা হয়েছে। প্রকৃত অর্থে কামরুজ্জামান বিশ্বাস এর উপর জমির মালিকরা ক্ষিপ্ত হওেয় পড়ায় সে আশঙ্কা করছে যে, তাকে জমির মালিকরা ঢ়েঘর নাও দিতে পারে। সে কারনে আমাকে জড়ানো হয়েছে।