হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে মাছের ঘেরের কমিটি বাতিলের দাবিতে জমির মালিক কৃষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

কেশবপুরে মাছের ঘেরের কমিটি বাতিলের দাবিতে জমির মালিক কৃষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 101 ভিউজ

নিজস্ব প্রতিনিধি কেশবপুর (যশোর):

যশোরের কেশবপুরে সাগরদত্তকাটি আমতলা বিলের পকেট কমিটি বাতিলের দাবিতে ও ঘের মালিক কামরুজ্জামানের, বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে অর্ধশত কৃষক কেশবপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি পেশ করেছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সাগরদত্তকাটি আমতলা বিলে এলাকার ২২৫ জন কৃষকের ৩০০ বিঘা জমির একটি মাছের ঘের রয়েছে। ২০১৬ সালে ৫ বছর মেয়াদে ঘেরটি লিজ দেয়া হয় কেশবপুর পৌরসভার আলতাপোল এলাকার ঘের ব্যবসায়ী কামরুজ্জামান বিশ্বাসকে। ৩০ পৌষের মধ্যে ঘেরের পানি নিষ্কাশন করে কৃষকের বোরো ধান আবাদ করে দেয়ার কথা থাকলেও তিনি তা না করে ২০১৯ সালের ৩০ ফাল্গুন ঘেরের পানি নিষ্কাশন করেন। যে কারণে কৃষকরা সময়মত বোরো ধান রোপণ করতে পারেনি। শুধু তাই নয় কৃষকদের ধান কাটার মুহূর্তে তিনি ঘেরে লোনা পানি তুলে দিয়ে কৃষকের ৫০ বিঘা জমির ধান নষ্ট করে দেন।

তিনি ঘের করার সময় খাল-বেঁড়ি ৪০ হাজার টাকা ও সাদা জমি ২০ হাজার টাকা হারি দিবে বলে কৃষকদের সাথে চুক্তি করেন। কিন্তু তিনি এ শর্ত ভঙ্গ করে খাল-বেঁড়ি ৩০ হাজার টাকা, ডাঙ্গা ১৪ হাজার টাকা করে হারি দিয়ে আসছেন। শুধু তাই নয় ঘের করার মাঝামাঝি সময়ে তিনি ঘেরের প্রভাবশালী সদস্য নুর মোহাম্মদ, বদরুজ্জামান বেবী, সুকুমার জোয়াদ্দারের নের্তৃত্বে ১০/১২ জন ব্যক্তিকে সাথে নিয়ে এলাকায় প্রভাব খাটিয়ে কৃষকদের জিম্মি করে নতুন ডিডে স্বাক্ষর করাতে বাধ্য করান।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে এলাকারা কৃষকরা কেশবপুর প্রেসক্লাবের সামনে ঘের মালিকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। স্মারকলিপির মাধ্যমে প্রশাসনের ঊধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ ব্যাপারে ঘের মালিক কামরুজ্জামান বিশ্বাস বলেন, ঘেরের মেয়াদ এখনও ২ বছর বাকি আছে। অথচ ওই ঘেরে যাদের জমি নেই, প্রতিদ্বন্দ্বী ঘের মালিক কেরামত আলী গাজী তাদের দিয়ে ঘের দখলের ষড়যন্ত্র করছে। এমন কি ঘেরের দখল না ছাড়ালে ক্ষয়ক্ষতি, মাছ লুটপাটের হুমকি দিচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন