হোম খুলনাযশোর কেশবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ
পরেশ দেবনাথ:
কেশবপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ-২৫) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ-এর সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু-এর সঞ্চালনায় আলোচনা সভায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালিন সময়ে রাজাকার ও হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের যে যুদ্ধ হয়েছিল তার কিছু ঘটনা তুলে ধরেন, বীর মুক্তিযোদ্ধা আনসার আলী খান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ গেজেটধারী বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে ফুল দিয়ে বরণ করে নেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার ইন্সপেক্টর (তদন্ত) খান শরীফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামিম আখতার মুকুল প্রমূখ।
অন্যদিকে সূর্যোদয়ের সাথে সাথেই উপজেলা পরিষদ ক্যাম্পাসে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। সকাল ৭ ঘটিকায় কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণের বিজয়স্তম্ভে প্রথমে উপজেলা প্রশাসন-এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
কুচকাওয়াজ অংশগ্রহণকারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও বয়স্কব্যক্তিদের বিনামূল্যে রক্তের গ্রুপ, ডায়াবেটিস পরীক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রদানসহ বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন