হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের ৪র্থ দিন উদযাপন

ভ্রাম্যমান প্রতিনিধি:

কেশবপুরে “শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩ এর ৪র্থ দিন উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (০৪ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি কেশবপুরের যৌথ আয়োজনে ৪র্থ দিনে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে “আমার কথা শোনো” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিশুরা তাদের অধিকার বিষয়ক বক্তব্য উপস্থাপন করে।

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক মছিহুর রহমান, সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি মহাবিদ্যালয়ের প্রভাষক আব্দুল গনি প্রমুখ।

বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে আগামীকাল বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকাল ১০ টায় কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হবে বলে কতৃপক্ষ জানান। এছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন