হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে বিদ্যালয়গামী মেয়ে শিশুর মায়েদের মাঝে অর্থ বিতরণ

কেশবপুরে বিদ্যালয়গামী মেয়ে শিশুর মায়েদের মাঝে অর্থ বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 161 ভিউজ

কেশবপুর (যশোর) প্রতিনিধি :

হার চয়েস প্রকল্প ,দলিত কেশবপুরের উদ্যোগ বিদ্যালয়গামী মেয়ে শিশুর মায়েদের মাঝে নগদ অর্থ সহায়তা ও হাইজিন উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কেশবপুরের ৩ নং মজিদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হার চয়েস হার চয়েস প্রকল্প ফাইন্যান্স এন্ড এডমিট সজ্ঞয় রায় ।

প্রধান অতিথির বক্তব্য দেন ৩নং মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়নকবীর পলাশ। বিশেষ অতিথিরি বক্তব্য দেন বক্তব্য দেন উপজেলঅ মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রাণী, এটিও সাইদুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী,যুগ্ম সাধারণসম্পাদক উৎপল দে।

বক্তব্য দেন হার চয়েস প্রকল্প ,দলিত কেশবপুরের ট্রেইনার শাহানাজ আক্তার পলি, শিশু উন্নয়ন কর্মী সম্পা দাস।
বিদ্যালয়গামী মেয়ে শিশুর ৪৭জন মা কে ৪৭ হাজার টাকা ও ১২০ জনের মাঝে হাইজিন উপকরণ বিতরণ করা হয়েছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন