স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে।
বুধবার সকালে শহরের ডাকবাংলো সড়কের অফিসে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক জুলফিকার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন বিশ্বাস, বিএনপি নেতা আবু নাঈম, আব্দুস সাত্তার বাবলু, যুব নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম পলাশ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, ওহিদুজ্জামান অন্তু, পৌর ছাত্রদল নেতা ইমন হোসেন, সুমন হোসেন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুজন হোসেন, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম।
অপরদিকে বিকেলে কেশবপুর শহরের থানার মোড়ের অফিসে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। এ সময় বক্তৃতা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান, পৌর বিএনপি নেতা শেখ শহিদুল ইসলাম শহিদ, রেজাউল ইসলাম, কে এম খলিল হোসেন, বাবর আলী গাজী, যুব নেতা আলমগীর সিদ্দিকী প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হুসাইন।
